রবিবার ০৪ মে ২০২৫
সম্পূর্ণ খবর

Rahul Majumder | | Editor: Syamasri Saha ১৯ জানুয়ারী ২০২৫ ১২ : ৫১Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: বেঁচে থাকলে এদিন তাঁর বয়স হত ৯০। তিনি, সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর 'বাপি'কে নিয়ে নানান স্মৃতি, ছোট্ট ছোট্ট ভাবনা এবং উদ্যোগ আজকাল ডট ইন-এর সঙ্গে ভাগ করে নিলেন কন্যা পৌলমী চট্টোপাধ্যায়। “বাপি খুব জীবনমুখী মানুষ ছিলেন। দু’হাত ভরে জীবনকে আলিঙ্গন করেছেন। তাই মনখারাপ নয়, চেষ্টা করি ওঁর জীবনটাকে এমব্রেস করার। তবে একেক সময় মনে হয়, পলকে বছরগুলো কেটে গেল। কিন্তু স্মৃতি তো মানুষের সঙ্গে রয়ে যায়। কিছু না কিছু নিয়ে বাপিকে মনে পড়ছেই। একসঙ্গে বিঠোফেন শোনা, টেবিলে খেতে খেতে ভাল বই নিয়ে আলোচনা করা....”
প্রশ্ন ছিল, কীভাবে কাটাতেন উনি নিজের জন্মদিন? সৌমিত্র-কন্যা বলে উঠলেন, “ভীষণ কাজপাগল ছিলেন। কাজের মাধ্যমেই সেই দিনটিকে উদ্যাপন করতেন। শুটিং অথবা মঞ্চ নিয়েই ব্যস্ত থাকতেন। কোনওদিনও নিজের জন্মদিন নিয়ে আড়ম্বর পছন্দ করতেন না। আমার ঠাকুমা যত দিন বেঁচে ছিলেন, তত দিন ওঁর কাছে গিয়ে এই দিনে পায়েস খেয়ে আসতেন বাপি। আসলে, আমরা ভীষণ সাধারণ মানুষ। খুব সাধারণভাবে জীবন কাটিয়েছি। উনিও তাই। কোনওদিন-ই নিজের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান কিংবা কোনও পার্টির আয়োজন করেননি উনি। তবে জন্মদিনের সকালে ওঁর অসংখ্য অনুরাগীরা আসতেন আমাদের বাড়িতে শুভেচ্ছা জানাতে, ফুল দিতে।”
সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে একেবারেই কি কোনও তারকার সমাগম হত না চট্টোপাধ্যায়-বাড়িতে? উত্তরে পৌলমী চট্টোপাধ্যায় বললেন, “না, না তা কেন? ভানু বন্দ্যোপাধ্যায় সকাল-সকাল আমাদের বাড়িতে এই দিন চলে আসতেন বাপিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে। আমরা তখন লেক টেম্পল রোডের বাড়িতে থাকি। রবি কাকু আসতেন। গল্প-হাসি হতো খুব।” উল্লেখ্য, ৩, লেক টেম্পল রোডের বাড়িটির তিন তলার ফ্ল্যাটে এক সময় সপরিবার বাস করেছেন চট্টোপাধ্যায় পরিবার। এই বাড়িতে সত্যজিৎ ছিলেন ১৯৭০ সাল পর্যন্ত। পরের বছর ওই ফ্ল্যাটে পরিবার নিয়ে উঠে আসেন সৌমিত্র।”
সৌমিত্র চট্টোপাধ্যায় কোনওদিন আত্মজীবনী লেখার কথা ভেবেছিলেন কি না? ধীরে, ধীরে দৃপ্তভাবে পৌলমীর জবাব, “না, কোনওদিনও না। কারণ আত্মজীবনী লিখতে গেলে যে সত্যিগুলো লিখতে হত, তাতে বহু মানুষ দুঃখ পেতেন। আর আত্মজীবনী লিখলে, পুরোটাই সত্যি কথা লিখবেন বলেই উনি স্থির করেছিলেন। কোনও কিছু রাখঢাক থাকত না তাতে। ফলে, এইসব ভেবেই তিনি আর আত্মজীবনী লেখার কথা ভাবেননি।”
কথাশেষে আবেগের ছোঁয়ায় তখন সৌমিত্র-কন্যার গলার স্বর ঈষৎ কম্পমান –“আর...বাপি বাড়িতে মানেই খাওয়ার টেবিলে আমার জন্য প্রতীক্ষা। আমি হয়তো কাজে, বাড়ির বাইরে। আমি না ফেরা পর্যন্ত বসে থেকেছে। খাওয়ার টেবিলে একা খেতে খেতে বাপিকে মনে পড়ে খুব...”
নানান খবর

নানান খবর

এবার জমবে সচিবজি ও রিঙ্কির রোমান্স! কার দখলে থাকবে ফুলেরা গ্রাম? প্রকাশ্যে 'পঞ্চায়েত ৪'-এর টিজার

'কোন ভঙ্গিমায় সঙ্গমে লিপ্ত হবেন?' শো চলাকালীন প্রতিযোগীদের অশ্লীল প্রশ্ন! এফআইআর দায়ের আজাজ খানের বিরুদ্ধে

শাক্যজিৎ-আরশির সম্পর্কে ভাঙন ধরাতে আসছে হিরোর প্রাক্তন প্রেমিকা! গল্পের নতুন মোড়ে এন্ট্রি নিচ্ছেন কোন নায়িকা?

বিয়ের পাঁচ মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা শোভিতা! কবে প্রথম সন্তানের বাবা হবেন নাগা চৈতন্য?

হঠাৎ ধামাকা 'কথা'র সেটে! এভি ও বুলির পাশে দাঁড়ালেন খোদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়! 'কথা' ধারাবাহিকে আসছে কোন নতুন চমক?

প্রয়াত অনিল কাপুরের মা নির্মল কাপুর, শোকস্তব্ধ অর্জুন-জাহ্নবী-সোনম

Exclusive: সত্যজিতের ডাকে গোঁফ ফেলে দিলেন ‘নবাব’! ‘শাখাপ্রশাখা’র অভিজ্ঞতা আজও রঞ্জিত মল্লিকের অমূল্য ‘মানিক’

১৭ বছর পর ফিরছে অক্ষয়-সইফ জুটি! কোন পরিচালকের থ্রিলারে ফুটবে পুরনো জুটির ম্যাজিক?

লতা, কিশোর, আরিজিৎ—সবকিছু ইতিহাস পাকিস্তানে! প্রতিবেশী দেশের এফএম থেকে উধাও ভারতীয় সুর

সত্যজিৎকে অভিনব শ্রদ্ধার্ঘ্য, ‘জয় বাবা ফেলুনাথ’ এবং ‘চিড়িয়াখানা’-র পোস্টারের আদলে ‘চোর’দের ছবি ঘোষণা!

'আর দেখা হবে না..' বর্ষীয়ান অভিনেতা হরিদাস চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকে পাথর শ্রুতি দাস, প্রিয় 'মিঠুদাদু'কে শেষবার্তায় কী লিখলেন?

ছোটপর্দায় ফিরেই বিয়ের পিঁড়িতে আরিয়ান! চেনেন পাত্রীকে?

কন্নড় গান গাও! অনুষ্ঠানের মাঝেই 'হুমকি', মেজাজ হারিয়ে মুখের উপর কী রগরগে জবাব দিলেন সোনু?

‘ওর জীবনের সেরা চরিত্র এটা-ই’—দীপিকাকে নিয়ে শাহরুখের আবেগঘন মন্তব্য, চোখ ভিজল বলিউডের!

বলিউডে অভিষেক হচ্ছে ববি দেওলের দুই ছেলের! কোন ছবিতে দেখা যাবে আর্যমান ও ধর্মকে?